নোটিশ বিবরণ

নোটিশ

প্রথম টিউটোরিয়াল পরীক্ষার নোটিশ

তারিখ : ২২ ফেব্রুয়ারী, ২০২৫

সম্মানিত অভিভাবকবৃন্দ,
    আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০১/০৩/২০২৫ঈ. শনিবার থেকে ০৫/০৩/২০২৫ঈ. বুধবারের মধ্যে ১ম টিউটোরিয়াল (২০মার্কস) পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।

অতএব, সকল শিক্ষার্থীকে আগামী ০১/০৩/২০২৫ঈ. শনিবারের মধ্যেমার্চ মাসের বেতনের সঙ্গে পরীক্ষার ফি ২০০/- টাকা ও অন্যান্য যাবতীয় পাওনাদী (যদি থাকে) পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।

*** সি.টি. টিউটোরিয়াল এবং সেমিস্টার পরীক্ষার প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করা হবে এবং এর ভিত্তিতে চূড়ান্ত মেধা নির্ণয় ও পুরস্কার প্রদান করা হবে, ইনশাআল্লাহ!

*** আগামী ৬মার্চ,বৃহস্পতিবার ১ম টিউটোরিয়াল পরীক্ষার অবকাশউপলক্ষে দারুন নাশাত জেনারেল সেকশনের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে এবং ০৮/০৩/২০২৫ইং.শনিবার থেকে যথারীতি শিক্ষা কার্যক্রম চলবে ইনশাআল্লাহ। 
*** আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন শিক্ষার সু-ব্যবস্থা থাকবে। ভর্তি শুরু ২৮ শাবান থেকে ১লা রমজান পর্যন্ত।